ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম (৫০) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

আজ( ১৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাবুল শেখকে দেশীয় অস্ত্র (পাট কাটার হাঁসো) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুল শেখ ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর থেকে রিপন শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

>>>  জামালপুরে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২’ শীর্ষক আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :