পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলায় অন্তত চার পাক সেনা নিহত হয়েছে।
বুধবার (১২জুলাই) সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা বন্দুক, হ্যান্ড গ্রেনেড এবং রকেট নিয়ে এই হামলা চালায়।
একটি বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, হামলায় আরও পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত তিন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বালুচিস্তানের জভ জেলায় বুধবার ভোরে একাধিক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালিয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, সেনাদের বসবাসের স্থানে গ্রেনেড ছোড়ার পর সশস্ত্র ব্যক্তিরা কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে লিপ্ত থাকে। সন্ত্রাসীদের প্রাথমিক লক্ষ্য ছিল ঘাঁটির ভিতরে প্রবেশ করা। কিন্তু দায়িত্বে থাকা সেনাদের চোখে তারা ধরা পড়ে যায়। তুমুল গোলাগুলির পর ছোট একটি এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়।
নতুন গঠিত একটি জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, হামলাকারীর ছবি এবং ভিডিও প্রকাশ করা হবে।
খনিজ সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির সীমান্ত আফগানিস্তান এবং ইরানের সাথে। দীর্ঘদিন ধরেই এখানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।






