রাজধানীর নয়াপল্টন এলাকায় চলছে বিএনপির সমাবেশ। সেখানে জড়ো হয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।
আজ বুধবার (১২ জুলাই) দুপুর থেকে এই এলাকায় মোবাইলে থ্রিজি এবং ফোরজি সেবায় বিঘ্ন ঘটছে বলে জানা যায়।
মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে বলে অভিযোগ রয়েছে তাদের।
একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, থ্রিজি ও ফোরজি বন্ধ রয়েছে। তবে টুজি চালু রয়েছে।
নয়াপল্টন এলাকায় দায়িত্ব পালন করা একজন সাংবাদিক জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না।
এদিকে নয়াপল্টনে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আজ ইন্টারনেট পরিষেবা বন্ধ করায় এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল, রাজধানীর বড় বাণিজ্যিক এলাকা, স্কুল-কলেজ এমনকি রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ সচিবালয় রয়েছে।
লাখ লাখ মানুষ যেমন তার গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারছে না, ঠিক একইভাবে আজকের সভা সমাবেশের সংবাদ পরিবেশন করতেও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে গণমাধ্যমকর্মীরা।
তিনি আরো বলেন, বাংলাদেশ যখন আন্তর্জাতিক বিশ্বে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তখন এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের পরিপন্থী।






