ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওএসডি হলেন সিনিয়র সচিব খাজা মিয়া

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা কাজে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব‌ খাজা মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) তাকে ওএসডি হিসেবে নিয়োগ করা হয়েছে এবং সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, সিনিয়র সচিব খাজা মিয়ার বাড়ি নড়াইল জেলার অন্তর্গত কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে। তিনি অনেকদিন ধরেই ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানা যায়। সর্বশেষ ঈদুল আজহা-২০২৩ এর ছুটিতে গ্রামের বাড়িতে যান তিনি। এসময় ঈদের আগে ও পরে এলাকায় বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠক করেছেন এই আমলা কর্মকর্তা।

নির্বাচনী প্রচারণায় সিনিয়র সচিব- এই মর্মে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ এর আগেও তিনি নড়াইল সদরের একাংশ, কালিয়া ও নড়াগাতিতে সভা-সমাবেশ করেছেন। এসকল সভা ও সমাবেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করে বক্তব্য করেন তিনি। তার এসকল কার্যক্রম সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন করে। তথ্যসূত্রে জানা যায়, খাজা মিয়া আগামী বছরের ৪ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

>>>  'মুদ্রাস্ফীতি' কি একটি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :