নওগাঁর বদলগাছী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় (৮ জুলাই) শনিবার বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম জামান পিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ ময়নুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেমিফাইনাল খেলায় বদলগাছী সদর ইউনিয়ন একাদশ মথুরাপুর ইউনিয়ন একাদশ কে ট্রাইবেকারে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। পরের খেলায় আধাইপুর ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বালুভরা ইউনিয়ন একাদশ কে হারিয়ে ফাইনাল খেলায় উ হয়।
উল্লেখ্য, আগামী ১০ তারিখ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।








