স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সংখ্যা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল নিয়োগ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান/ফলিত পদার্থ বিদ্যা/গণিত/পরিসংখ্যান/বাণিজ্য/অর্থনীতি/ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই Standard Aptiutude Test (SAT) তে উত্তীর্ণ হতে হবে। যেকোনো স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটি এর সহযোগী সদস্য হতে হবে।
বেতন: গ্রেড-৯ (৩৫৬০০ টাকা)
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদ সংখ্যা ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বা মার্কেটিং বা ব্যবস্থাপনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা অন্যূন ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: গ্রেড-৯ (৩৫৬০০ টাকা)
বয়সসীমা: গত ১ মার্চ তারিখে সাধারণ প্রার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
আবেদন যেভাবে: http://niport.teletalk.com.bd/ তে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ জুলাই, ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।





