রেকর্ড বৃষ্টিপাত এবং উজানে ভারি বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পাহাড়ি ঢল নেমেছে। বৃষ্টি এবং উজানের ঢলে হাওড় এলাকার নদ-নদীর পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে ডুবেছে নিম্নাঞ্চল।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ স্টেশনে এই বছরের রেকর্ড বৃষ্টিপাত ৩৩২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
দুপুর ১২টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৭ দশমিক ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার উপরে ৬ সেন্টিমিটার।
সুনামগঞ্জ বারীপাত স্টেশনে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাতে এবং উজানের ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। রবিবার সকালে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল হিসেবে পরিচিত কাজির পয়েন্ট, সাহেববাড়ি ঘাটপ
এবং নবীনগর, বাজার এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে।
এতেই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা দৈনিক স্লোগানকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ভারি বর্ষণে নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। শহরের নিচু এলাকাগুলোতে এতোমধ্যে পানি প্রবেশ করে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টায় উজানের ভারি বর্ষণ এবং ঢলে সুনামগঞ্জের সুরমা, পুরাতন সুরমা, যাদুকাটা, কংস নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।







