ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হজ শুরু, মিনার পথে ২০ লাখের বেশি হজ যাত্রী

করোনা পরবর্তী বৃহত্তম হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে অনেকে পবিত্র কাবাঘর তাওয়াফ করে মিনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। মসজিদুল হারাম থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায় তারা আগামীকাল সারাদিন এবং সারারাত অবস্থান করবেন। পরদিন ৯ জিলহজ ফজর নামাজ পড়ে সেখান থেকে আরাফার প্রাঙ্গণে অবস্থান করবেন সবাই।

হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। সামর্থ্যবান মুসলিমদের অন্তত একবার এটি পালন করতে হয়। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতে ইহরাম পরে মক্কায় সমবেত হয়ে থাকেন। কভিড-১৯ বিধি-নিষেধের কারণে গত তিন বছর ধরে সবাই হজ পালনের সুযোগ পাননি।

এই বছরের শুরুতে বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণার পর এবারই র্ববৃহৎ পরিসরে পালিত হচ্ছে হজ। গত ২৩ জুন পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশ থেকে ১৬ লাখ ২৬ হাজার পাঁচ শ হজযাত্রী সৌদি আরব পৌঁছে থাকেন। এবার ২০ লাখের বেশি মানুষ হজ পালন করতে মক্কায় জমায়েত হয়েছে। 

এই বছর আরাফার দিনের খুতবা বাংলাসহ ২০টির বেশি ভাষায় অনুবাদ করা হবে।

সেদিন হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ। বিশ্বের ৩০ কোটির বেশি মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে অনুবাদ কার্যক্রমের তত্ত্বাবধান করছে মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।  

করোনার আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছেন। করোনা মহামারিরোধে ২০২০ সালে কঠোর বিধি-নিষেধের মধ্যে সৌদিতে বসবাসরত ১০ হাজার ও ২০২১ সালে ৬০ হাজার লোক হজ পালন করেন। ২০২২ সালে করোনার স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের প্রায় ১০ লাখ লোক হজ পালন করে থাকেন।

>>>  কুমিল্লার মুরাদনগরে মসজিদের পুরাতন মালামাল নিলামে বিক্রি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :