ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে নদীতে পরে আপন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার বাহাদুরাবাদ ঘাটের ফুটানি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে থাকে।

নিখোঁজ আপন পৌর শহরের চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে এবং সে জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ এবং স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার বিকেলে চিকাজানী এলাকার মেজবাহ-উল-হক বাবুর ছেলে আলিফ, মহিউদ্দিন হিরুর ছেলে আপন এবং শেরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে শুভ্র তিন বন্ধু বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়। এই সময় ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে ওই তিনজন। পরে এক পর্যায়ে তারা লঞ্চের কিনারায় গিয়ে বসে সেলফি তুলতে থাকে। সেই সময় আপন হাত ফঁসকে নদীতে পড়ে যায়।

পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেও আপনকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিয়ে থাকে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসে ডুবুরি দল আপনকে উদ্ধারে অভিযান চালায়। শনিবার রাত ৯টা পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আপনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে আপনের বাবা মহিউদ্দিন হিরু জানান, আপন জামালপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদ উপলক্ষ্যে বাড়িতে এসে আপন দুই বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়ে থাকে।

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ এবং নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।




>>>  গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :