বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লাইব্রেরিয়ান, এস্টিমেটর/উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে লিখিত পরীক্ষার ফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইব্রেরিয়ান পদে সর্বমোট উত্তীর্ণ হয়েছেন পাঁচজন। এই পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জুলাই বেলা দেড়টায়। এস্টিমেটর/উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৫৫ জন। এই পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জুলাই সকাল ১০টায়।
এই ছাড়াও উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে উত্তীর্ণ হয়েছেন মোট পাঁচজন। এই পদের মৌখিক পরীক্ষা হবে ৯ জুলাই বেলা তিনটায়।
রাজধানীর সেতু ভবনের তৃতীয় তলায় সব পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সব শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার মূল সনদ এবং একসেট সত্যায়িত ফটোকপি সাথে করে আনতে হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীরই সাক্ষাৎকার নেওয়া হবে না। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানা যাবে এখানে।





