ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিবারের সবার সামনেই ছোট ভাইকে হত্যা!

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাই রমজান আলী ছুরি দিয়ে গলা কেটে তারই ছোট ভাই দেলোয়ার হোসেনকে (৩০) হত্যা করেছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কিনারা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। দেলোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশকে থানায় নিয়ে যায়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের পুত্র দেলোয়ার হোসেন। পারিবারিক কলহের জেরে তার বড় ভাই রমজান আলী ছুরি দিয়ে জবাই করে তাকে হত্যা করে থাকে। নিহতের স্ত্রী পান্না বেগম এবং ছোট বোন মনী আক্তার এই তথ্য জানিয়ে থাকেন। 

তারা আরো জানান, শনিবার সকাল ১০টার রমজান আলীর সাথে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সকল সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে থাকে।


নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলের শ্রমিকের কাজ করতেন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে। 

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসাথে ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

>>>  চালকের দেয়া আগুনে ছেলে-মেয়ের মৃত্যুর পর দগ্ধ স্ত্রীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :