ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে জবিস্থ টাঙ্গাইলের শিক্ষার্থীদের বাস সেবা দিচ্ছেন যুবলীগের হিমেল

নিজ গৃহ ছেড়ে যারা দূরে অবস্থান করেন, তাদের কাছে ঈদ মানে ঘরে ফেরার আনন্দ। ঈদের আগমন উপলক্ষে ঢাকা ছেড়ে ঘরে ফেরে লাখ লাখ মানুষ। রাজধানী জুড়ে দেখা যায় যানবাহন সংকট। এসকল সমস্যার কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে বাসের ব্যবস্থা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিমেলুর রহমান হিমেল।

বুধবার (২১ জুন) দৈনিক স্লোগান কে এ তথ্য জানান, টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি জাহিদুল ইসলাম হাসান। তিনি বলেন, ‘আগামী ২৩ তারিখ (শুক্রবার) সকাল ৮ টায় হিমেল ভাইয়ের দেওয়া বাসটি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গালের গোপালপুর ও মধুপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করবে।’

টাঙ্গাইলের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, পিকনিকসহ যেকোনো প্রয়োজনে আমরা হিমেল ভাইকে পাশে পেয়েছি। ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি যেতে তিনি বাস উপহার দিয়েছেন। এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।

এ বিষয়ে হিমেলুর রহমান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম, রাজনীতি করেছি দীর্ঘদিন। নিজের জেলার শিক্ষার্থীদের প্রতি একটা আবেগ কাজ করে, শিক্ষার্থীদের দূর্ভোগের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে ওদের বাস ব্যবস্থা করে দিয়েছি। সকলের ঈদ হোক আনন্দময় এবং নিরাপদ, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

তথ্যসূত্রে জানা যায়, এর আগে জবিতে নড়াইলের সাধারণ শিক্ষার্থীদের জন্য নড়াইল-০২ আসনের সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও এধরনের বাস সার্ভিসের ব্যাবস্থা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান

>>>  গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র সভা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :