ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাগে ছিল ফেনসিডিল, সড়কে গেল প্রাণ

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের সগুনা চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘয়েছে। তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে ৩৭টি বোতল ফেনসিডিল পাওয়া গেছে। দিনাজপুরের বিরামপুর থেকে ফেনসিডিল নিয়ে বগুড়া অথবা অন্যত্র যাওয়ার সময় মঙ্গলবার (২০ জুন) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিরামপুর থেকে রওনা হলেও প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

তার লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এই তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। 

ওসি সিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম পিঠে একটি কালো ব্যাগ ঝুলিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের পুরানাপৈল বাইপাস সড়ক হয়ে যাওয়ার সময় সগুনা চারমাথায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তিনি । মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকে।

পুলিশের ধারণা,  নিহত আমিরুল একজন ছিলেন ফেনসিডিল ব্যবসায়ী। মোটরসাইকেলে পিঠে ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বগুড়া অথবা অজ্ঞাত স্থানে বিক্রির জন্য যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে থাকে। দুর্ঘটনার পর ওই আরোহী দিনাজপুরের বিরামপুর থেকে আসার বিষয়টি নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় পুলিশ জানাতে পারেনি। তবে তার বিরামপুর থানায় খবর পাঠানো হয়েছে।

তার পরিবারের লোকজন আসার পর সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

>>>  হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হিরো আলম

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :