ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে। তার পরনে সাদা ফুল সার্ট এবং চেক লুঙ্গি ছিল।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুহুল আমিন বলেন, গতকাল রবিবার দিবাগত রাত পোনে একটার দিকে তেজগাঁও বাউল নগর এলাকার আপ লাইনের পশ্চিম পাশ থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতসহ শরীরে জখমের চিহ্ন।ছিলো।

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে দশটায় দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিচয় নির্ণয়ের জন্য সিআইডিকে তার ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে।এখনো পরিচয় পাওয়া যায়নি। 

আইনি প্রকৃয়া শেষে আজ সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই রুহুল আমিন।

>>>  সোমালিয়ার উপকূল থেকে বাংলাদেশী জাহাজ ছিনতাই

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :