ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বদলগাছিতে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন নওগাঁ-৩ আসনের সাংসদ

বদলগাছী বাসস্ট্যান্ড বনিক সমিতির উদ্যোগে বদলগাছীর গুরুত্বপূর্ণ স্থানকে নিরাপত্তায় আওতায় আনতে সিসি কামেরা উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সাংসদ জনাব ছেলিম উদ্দিন তরফদার সেলিম বলেন “ডিজিটাল বাংলাদেশ গড়তে বদলগাছীকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো বাসস্ট্যান্ড বণিক সমিতি।”

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স ও নাগরিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বদলগাছী বাসস্ট্যান্ড বাজারের গুরুত্বপূর্ণ স্থান সমূহে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করে বদলগাছী বাসস্ট্যান্ড বণিক সমিতি।

গতকাল শনিবার বিকেল ৫টায় নওগাঁর বদলগাছী বাসস্ট্যান্ড বণিক সমিতির অফিসে বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি এস এম উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর, বদলগাছী-৪৮(নওগাঁ -৩) আসনের সংসদ সদস‍্য জনাব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ( তদন্ত)রায়হান হোসেন, বদলগাছী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, মথরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা যুবলীগের সহঃ সভাপতি এস এম মুনিরুল ইসলাম সাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম জামান পিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম জামিল হোসেন, বদলগাছী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান সবুজ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সম্পাদক জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালমান হোসেন, হাটখোলা বাজার বণিক সমিতির সভাপতি এখলাসুর রহমান, সম্পাদক মামুনুর রশিদ সুইট, বদলগাছী বাসস্ট্যান্ড বনিক সমিতির সহঃ সভাপতি মোঃ আতোয়ার রহমান, ময়েন হোসেন, সদস্য নাসির উদ্দীন দর্পন, মোস্তাক আহমেদ, ফজলে রাব্বি সহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

>>>  নওগাঁয় শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে নেসকো

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :