ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপির মে মাসের অপরাধ পর্যালোচনায় সেরা এসি জ্যোতির্ময়

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে প্রতিমাসে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়।
চলতি বছরের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনটি বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছেন জবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ডিএমপির গোয়েন্দা- গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা অপু।

শনিবার ( ১৭ মে) দুপুরে ডিএমপি সদর দপ্তরে চলতি বছরের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মে মাসে ডিএমপির নয়টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-গুলশান বিভাগের এসি জ্যোতির্ময় সাহা অপু। এছাড়া তিনি একইসঙ্গে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার ও চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডারের পুরস্কার জিতে নিয়েছেন।

এ বিষয়ে জ্যোতির্ময় সাহা অপু বলেন, ভালো কাজের স্বীকৃতি পাওয়া সবসময়ই আনন্দের। এ
স্বীকৃতি আমাকে সামনের দিনগুলোতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দিবে বলে আমি মনে করি।

উল্লেখ্য, প্রতি মাসে ঘটে যাওয়া অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতিমাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরবর্তী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত করে থাকেন ডিএমপি কমিশনার।

>>>  মেসিকে পেছনে ফেলে প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :