ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ছড়িয়ে দেওয়ার ট্রানজিট পয়েন্ট (মধ্যবর্তী কেন্দ্র) হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। সেখানে মাদকের কারবারে জড়িয়ে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সেইসাথে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাসহ। মাদকের টাকায় গাড়ি-বাড়িও গড়ে তুলেছেন কেউ কেউই। পুলিশের হিসাবেই রাজধানীর উপকণ্ঠের ছোট এই জেলায় পাঁচ শতাধিক ব্যক্তি মাদক কারবারের সাথে যুক্ত আছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নারায়ণগঞ্জের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়ক গেছে। তা ছাড়া ঢাকাসহ আশপাশের জেলাগুলোর সাথে নারায়ণগঞ্জের সাথে রয়েছে নৌ যোগাযোগ। সেই কারণে ভারত সীমান্তবর্তী দুই জেলা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেশে যেসব মাদক ঢুকছে, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে এই জেলাকে ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবেই বেছে নিয়েছেন মাদক ব্যবসায়ীরা। কেবল তা-ই নয়, মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবার চালানও এই জেলায় ঢুকে থাকছে।
নারায়ণগঞ্জে মোট কতজন মাদক ব্যবসায় যুক্ত, গত বছরের শেষের দিকে তার একটি তালিকা করেছিল পুলিশ। তাতে জেলার সাতটি থানা এলাকায় ৫২০ জন মাদক কারবারির তথ্য উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৬ জন সদর থানা এলাকার। ফতুল্লা থানায় ১০৯ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯৯ জন, বন্দর থানায় ৬০ জন, রূপগঞ্জ থানায় ৩৮ জন, আড়াইহাজার থানায় ২১ জন ও সোনারগাঁও থানা এলাকার ১৭ জন মাদক কারবারির নাম ওঠে এসেছে তালিকায়।
পুলিশের এই তালিকায় থাকা কয়েকজনের রাজনৈতিক পরিচয় থাকলেও তা উল্লেখ করা হয়নি। আবার অনুসন্ধানে মাদকের সাথে যুক্ত বলে তথ্য পাওয়া গেছে, কিন্তু পুলিশের তালিকায় নাম আসেনি, এমন উদাহরণও অনেক আছে।
পুলিশের এই তালিকার ১০০ মাদক কারবারিকে নিয়ে অনুসন্ধান করে দৈনিক স্লোগান। তাঁদের মধ্যে ১০ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তাঁরা কেউ স্থানীয় জনপ্রতিনিধি, আবার কেউ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল এবং জাতীয় পার্টির বিভিন্ন পদে রয়েছেন। বাকিদের কেউ মাদক বিক্রি, কেউ পাচার এবং বহনের সাথে জড়িত।
এই জেলায় কতজন মাদকসেবী আছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র বলছে, নারায়ণগঞ্জে সাতটি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। সেখানে প্রতি মাসে গড়ে ৭০ জন রোগী ভর্তি হয়ে থাকেন। তবে অধিকাংশ মাদকসেবী নিরাময়কেন্দ্রে আসেন না।
একই সূত্র বলছে, এই জেলায় মাদক কেনাবেচার বড় স্পট বা স্থান রয়েছে মোট ৩৫টি।তার মধ্যে সবচেয়ে বড় স্পট রূপগঞ্জের চনপাড়া এলাকায়।







