ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ

রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সাথে ড. সংযুক্তা সাহাকে চিকিৎসা কার্যক্রমে কোনভাবে যুক্ত না থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ জুন) বিকেলে অধিদপ্তরের উপপরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পরিদর্শন শেষে এই নির্দেশ দেওয়া হয়েছে

নির্দেশনাতে বলা হয়েছে, সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং জরুরি সেবার মান সন্তোষজনক নয়।

এই অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাসপাতালটির অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে ভুক্তভোগীর চিকিৎসক ড. সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তী সময়ে সেন্ট্রাল হাসপাতালে কোনো ধরনের বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।

এই ছাড়া মাহবুবা রহমান আঁখির পরিবারের কাছ থেকে গৃহীত চিকিৎসা বাবদ সকল খরচ ও চিকিৎসাজনিত যাবতীয় চিকিৎসা ব্যয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে থাকবে। অভিযোগ সংক্রান্ত সকল কাগজপত্রাদি স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

>>>  নওগাঁর 'নাগ ফজলি' স্বাদে-গুণে অনন্য

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :