ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির দুটি অভিযোগই মিথ্যা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে জেলে রেখেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে- বিএনপির করা এই দুইটি অভিযোগই মিথ্যা। 

তিনি বলেন, খালেদা জিয়াকে তার অপরাধের সাজা দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও আদালত বাতিল করেছেন, আওয়ামী লীগ নয়। 

সেতুমন্ত্রী আজ বুধবার(১৪ই জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তে রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে থাকে। 

এ সময় বিএনপি কে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কতটা জনপ্রিয় সেটি প্রমাণ করতে হলে নির্বাচনে আসতে হবে। 

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নিজেই ব্যর্থ। সবার আগে বিএনপি নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা দরকার। দৃশ্যমান কোনো আন্দোলন তারা কখনোই। করতে পারেনি। বিএনপির ভেতরে গনতন্ত্রের কোন চর্চা নেই, তারা দেশের গণতন্ত্র আনবে কীভাবে।

>>>  ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :