ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার মামলায় আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামি ফেডারেল আদালতে শুনানির সময় এই দাবি করেছেন ট্রাম্প।

এদিন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়ে থাকে। পরে তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান বিচারক জনাথন গুডম্যান।

তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। কোনো অন্যায় করেননি বলেও দাবি করেছেন তিনি।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিউ জার্সির বেডমিনস্টারে তার গলফ ক্লাব থেকে এক বক্তৃতায় মামলাটি প্রত্যাখ্যান করে তিনি এটি বাদ দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আজ আমরা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ও জঘন্য ক্ষমতার অপব্যবহারের সাক্ষী হয়েছি।

বিচার বিভাগের প্রসিকিউটরদের “ঠগ” বলেও অভিহিত করেছেন তিনি ও তদন্তের পেছনে থাকা বিশেষ পরামর্শদাতাকে “বিভ্রান্ত” বলেছেন।

অন্যদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করে থাকেন ট্রাম্প। এসব ঘটনার জন্য বাইডেনকে দায়ি করে থাকেন তিনি।  

এর আগে গত বছর ট্রাম্পের কাছ থেকে অন্তত এক হাজার ৩০০টি রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের বাড়ি থেকে এসব নথি উদ্ধার করে।

তিনি নিজের কাছে রাখা গোপন নথির অপব্যবহার করেছেন কি না, বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন ট্রাম্প।

এই মামলায় আদালতে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

>>>  সিরিয়ার পর নিউজিল্যান্ডে বড় ধরনের  ভূমিকম্প

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :