ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাইভেই ঘুমিয়ে গেলেন ‘বিটিএস’ তারকা জাংকুক

লাইভে গান গাইতে এসে ঘুমিয়ে গেলেনবিটিএসখ্যাত তারকা জাংকুকআর সেই ঘুমন্ত শিল্পীকেই টানা ২১ মিনিট ধরে দেখলেন প্রায় ৬০ লাখের মতো দর্শকতার এই ঘুমিয়ে পড়ার ভিডিটিইতোমধ্যেইটুইটারেহয়েছেভাইরাল

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাংকুক যখন লাইভে এসেছেন, তখন কোরিয়ায় স্থানীয় সময় সকাল ৭ টা। আর জাংকুক সেই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বিছানাতেই শুয়ে ছিলেন। এর আগের রাতটি তিনি না ঘুমিয়েই কাটিয়েছিলেন।

লাইভ ক্যামেরার দিকে তাকিয়ে তরুণ এই বিটিএস তারকাকে বলতে শোনা যায়, ‘যদি আমি ঘুমিয়ে পড়ি, স্ট্রিমিং কোম্পানি কিন্তু পাগল হয়ে যাবে।’এরপর জাংকুক তার কালো বালিশটি দেখান ও পরমুহূর্তেই তিনি ঘুমিয়ে যান।

এই সময় জাংকুকের পরনে কালো টি-শার্ট ও বিছানায় সাদা চাদর পাতা ছিল। সমস্ত হাতে ট্যাটু আঁকা। মজার ব্যাপার হলো, লাইভটি এরপরও টানা ২১ মিনিট ধরেই চলেছিল। সেই সময় প্রায় ৬০ লাখ দর্শক গান শোনার বদলে ঘুমন্ত এই  শিল্পীকে দেখেন।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘আমরাও জাংকুকের সাথে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসি।’ আরেকজন লিখেছেন, ‘জাংকুক সব সময় আমার কাছে স্বস্তির মানুষ হয়েই থাকবেন।’

>>>  জওয়ানের দুই গানে শাহরুখের সঙ্গী দীপিকা ও নয়নতারা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :