প্রায় এক মাস ধরে বিনোদন জগতের টক অব দ্যা টাউন রাজ ও পরীমনি দ্বন্দ্ব। এনিয়ে জল অনেক দূর গড়িয়েছে। স্বামী এবং অভিনেতা শরিফুল রাজের সাথে সম্পর্কে চুকিয়ে ফেলার ঘোষণাও দিয়ে ফেলেছেন পরীমনি। এরপর আবারও দুজনকে একসাথে দেখতে পেয়ে শুরু হয় নতুন আলোচনা।
একে অপরের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য এবং অভিযোগের মধ্যে যখন রাজ ও পরীকে একই ফ্রেমে দেখা গেলো, তখন সবার মনে প্রশ্ন জাগলো, রাজ কি আবারও সংসারে ফিরেছেন? বা পরীমনিও সব ভুলে তার সাথে এক ছাদের নিচে আবারও থাকছেন কী-না?
রোববার এই দম্পতির প্রথম সন্তান রাজ্যর দশমাস পূর্ণ হয়েছে। সে নিয়ে পরীমনি তার ফেসবুকে পেইজে একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায় রাজ্য ও পরী সাথে রয়েছেন রাজ। তারা পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজেও দেখা যায়। সাথে ছিলেন পরীমনির নানাও।
এই নিয়ে প্রশ্ন ডালপালা মেলার আগেই তাতে পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী পরীমনি। তিনি জানিয়েছেন, ছেলে রাজ্যের জন্যই তাদের এক হওয়া। সবার ভুল ধারণা ভেঙে দিয়ে পরী জানান, ছেলের জন্য খানিক সময়ের জন্য একসাথে হয়েছিলেন তারা।
বাবা রাজকে ছেলের থেকে দূরে রাখতে চাননি। সে কারণেই একই ফ্রেমে বন্দী তারা। তার অর্থ একেবারেই না যে দুজনের মধ্যে সব কিছু মিটে গিয়েছে। সোমবার, ফেসবুকে এক স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন.. কিন্তু সব কি আর সব সময় এক হয়?
তিনি আরও লেখেন, আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। যেটা আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।
৯ তারিখ রাতে তার নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই ই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজও চলে গেল রাজের মতো; আশা করি এটা এখানেই শেষ হবে।







