ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিকির ৩৬ হাজার সমস্যা বের করেন ক্যাটরিনা



নতুন ছবি ‘জারা হাটকে যারা বাঁচকে’র প্রচারে এসে একের পর এক ‘ঘরের কথা’ ফাঁস করেই যাচ্ছেন ভিকি কৌশল। জানাচ্ছেন স্ত্রী ক্যাটরিনা কাইফের সাথে তাঁর সম্পর্কের রসায়নসহ অনেক কিছুই। এবার জানালেন ক্যাটকে তিনি ভয় পাওয়ার কারণ।

এর আগে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশল জানান, বাড়ির বাজেটের দায়িত্ব বরাবরই থাকে ক্যাটরিনা কাইফের কাঁধেইক। ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির সব কর্মচারীকে নিয়ে দীর্ঘ মিটিং করেন। পরের সপ্তাহের সম্ভাব্য খরচ, আগের সপ্তাহের খরচের খতিয়ান—সব কিছু নিয়েই আলোচনা হয়ে থাকে।

পুরো আলোচনায় ভিকি থাকেন দর্শকের ভূমিকা, তবে ক্যাটরিনা যেভাবে সংসার সামলান, তা বেশ উপভোগ করেন বলেও জানিয়েছিলেন ভিকি কৌশল।

এবার অভিনেতা বললেন ক্যাটরিনাকে ভয় পাওয়ার কারণ। ভিকি কৌশল বলিউডে পরিচিতি পান ‘মাসান’ সিনেমার মাধ্যমে। শুরুর দিনে এই ধরনের ভিন্ন ঘরানার সিনেমাতে দেখা গেছে তাঁকে। তবে পরের দিকে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। বাণিজ্যিক ছবি মানে নাচগান থাকবে। এখানেই ক্যাটকে ভয় পান ভিকি।

কোনো ছবিতে নাচ থাকলে আগে অনেকবার মহড়ায় অংশ নিতে হয়ে থাকে ভিকিকে। বাড়ি ফিরলে ক্যাটরিনা নাচের মহড়ার ভিডিও দেখতে চান। এখানেই বাধে বিপত্তি। ক্যাটরিনা নিজে দুর্দান্ত নাচেন, স্বামীর নাচের ভিডিও দেখে একটার পর একটা খুঁত ধরেই চলেন। ভিকির ভাষ্যে, ‘ক্যাটরিনা নাচের মহড়ার ভিডিও দেখতে চাইলে ভয় পেয়ে যাই। সে ভিডিও দেখলেই ৩৬ হাজার সমস্যা খুঁজে বের করে আমার—তোমার হাত, পায়ের অবস্থান ঠিক নেই, আমাকে এসব ওসব ঠিক করতে হবে ইত্যাদি ইত্যাদি।

জারা হাটকে যারা বাঁচকে’ ছবিতে ভিকির সাথে জুটি বেঁধেছেন সারা আলী খান। শুরুর দিকে সেভাবে ব্যবসা না করলেও পরে ভালোই ব্যবসা করছে এই সিনেমাটি।

>>>  আসছে ‘প্রজেক্টকে’, প্রভাসের ফার্স্টলুক প্রকাশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :