তারকাদের নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের শেষ নেই। যদি হন সে প্রিয় তারকা, তাহলে তো কথাই থাকে না। প্রিয় তারকার সবকিছু যেন প্রিয় হয়ে ওঠে। পাশাপাশি অন্য তারকা বন্ধুদের নিয়েও তারকাদের থাকে একটা আলাদা কৌতূহল। তেমনি একটি দৃশ্য দেখা গেল গতকাল শুক্রবার ছুটির দিনে।
অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁর ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেন, যার ক্যাপশন জুড়ে দেন ‘শিরোনামহীন’। ওই স্থিরচিত্রে দেখা গেছে, চঞ্চলের সমসাময়িক মোশাররফ করিম এবং তাঁদের পরের প্রজন্মের আফরান নিশোকে। ‘শিরোনামহীন…’ একটি ছবি যে নানা শিরোনাম হয়ে উঠতে পারে, চঞ্চলের পোস্ট করা ছবিটি যেন তারই একটা উদাহরণ হয়ে থাকল।
শুক্রবার চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। কয়েক ঘণ্টায় স্থিরচিত্রটি নাটক এবং চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছবিটি চঞ্চলের ফেসবুক পেজ থেকে ২ হাজার ১০০ শেয়ার হয়, ৪ হাজার মন্তব্য জমা হয় ও ৫৫ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়ে থাকে। একই স্থিরচিত্রটি চঞ্চলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৩৫ হাজারের মতো রিঅ্যাক্ট, আড়াই হাজারের মতো মন্তব্য এবং সাড়ে চার শর বেশি শেয়ার হয়েছে। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা নানা শিরোনামে নিজেদের ওয়ালে স্থিরচিত্রটি পোস্ট করেছেন
এই কথা এখন কারও অজানা নয়, দেশের পাশাপাশি চঞ্চল চৌধুরী এখন ভারতেও কাজ করছেন। সৃজিত মুখার্জি তাঁকে নিয়ে এখন বানাচ্ছেন পদাতিক নামে মৃণাল সেনের বায়োপিক। এদিকে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে অভিনয় দিয়ে কলকাতায়ও তাঁর দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন। মোশাররফ করিমও বাংলাদেশের পাশাপাশি কলকাতার পরিচালকদের সঙ্গে কাজ করছেন। ডিকশনারি নামে একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। আরেকটির কাজও করছেন। মোশাররফ এবং চঞ্চলকে নিয়ে বিভিন্ন সময় কলকাতায় ভক্তদের মুগ্ধতার কথা শোনা যায়।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি জয় গোস্বামী তো বাংলাদেশের অভিনয়শিল্পী মোশাররফ করিমকে নিয়ে কবিতাও লিখেছেন। অন্যদিকে ভারতের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনকেও দেখা গেছে চঞ্চল চৌধুরী ছবিতে অভিনয় নিয়ে ফেসবুকে পোস্ট দিতে। সব মিলিয়ে দেশটিতে রয়েছে তাঁদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীও। কলকাতায় বাংলাদেশের অন্য সব অভিনয়শিল্পীর মতো তাঁদের রয়েছে আলাদা প্রভাব।
তাই চঞ্চলের পোস্ট করা স্থিরচিত্রে তাঁর সাধারণ ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা যেমন নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন, নানা ধরনের মন্তব্য করেছেন, তেমনি ওপার বাংলার অসাধারণ অভিনয়শিল্পী ঋত্বিক চক্রবর্তীকেও মন্তব্য করতে দেখা যায়। চঞ্চলের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আপনাদের জয় হোক।’ সাথে তিনটি ভালোবাসার ইমোজি। চঞ্চলও সেই মন্তব্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। ভক্তদের কেউ কেউ লিখেছেন, ‘পরিপূর্ণ ফ্রেম’ কেউবা ‘ব্লকবাস্টার ফ্রেম’, আবার কেউ ‘নাট্যজগতের তিন উজ্জ্বল নক্ষত্র’ ও ‘মন খুশিতে হঠাৎ মোচড় দিয়ে উঠল, প্রিয় অভিনেতা সকল।’ আরমান আলিফ নামের একজন লিখেছেন, আমি বলতে চাই, এক ফ্রেমে বাংলাদেশের পুরো নাট্যাঙ্গন।’
চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং আফরান নিশো—নাটকে অভিনয় করে তাঁরা তিনজন নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনজনই যাঁর যাঁর মতো করে ভীষণ জনপ্রিয়। প্রথম দুজনের পথচলা একই সময়ে হলেও নিশোর যাত্রা তাঁদের বেশ কয়েক বছর পর। কাজ করতে করতে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে তাঁদের। মোশাররফ এবং চঞ্চলের চলচ্চিত্রে অভিষেক ঘটলেও এবারই প্রথম বড় পর্দায় আসছেন আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে ঈদে তাঁর অভিষেক ঘটবে। একই সাথে ওটিটি দিয়ে নিজেরা নিজেদের নিয়ে গেছেন জনপ্রিয়তায় আরও উঁচুতে। মহানগর দিয়ে মোশাররফ করিম, কারাগার এবং ল তাকদীর দিয়ে চঞ্চল ও কাইজার দিয়ে আফরান নিশো কলকাতায়ও জনপ্রিয়—যেটা টলিউড তারকাদের জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় ব্যাপার। সেই ঈর্ষার দেয়াল টপকে ঋত্বিক যে ভালোবাসা জানালেন, তা শিল্পের সৌন্দর্য ফুটিয়ে তুলল।
চঞ্চল চৌধুরী-মোশাররফ করিম-আফরান নিশোর এই ছবি দেখে দেশের অনেক শিল্পী, তারকা তাঁদের মুগ্ধতা জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন রুনা খান, মম, নাজনীন হাসান, কাজী নওশাবা আহমেদ, শাহনাজ খুশি, খৈয়াম সানু সন্ধি প্রমুখ। শাহনাজ খুশি লিখেছেন, ‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/ কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?!’ একপর্যায়ে এই অভিনেত্রী বলেন, ‘ফান করা শেষ! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।’ মডেল এবং অভিনেতা আলিফ চৌধুরী লিখেছেন, ‘এই সময়ের সেরা তিন অভিনয়শিল্পী।তারা।’






