সময়টা বেশ ভালোই কাটছে রাকুল প্রীত সিংয়ের। একের পর এক সিনেমা মুক্তি পেয়ে চলছে, বলিউডের বিভিন্ন অনুষ্ঠানেতে পারফর্ম করে চলছেন—সব মিলিয়ে বেশ আলোচনায় এই অভিনেত্রী। রাকুল এবার ছুটি কাটাতে গেছেন মালদ্বীপে। হিন্দুস্তান টাইমস এমনটাই জানিয়েছে তার ছবি দিয়ে।
রাকুলকে সবশেষ দেখা গেছে আবুধাবিতে, আইফাতে পারফর্ম করেছেন তিনি
গত বছর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিংয়ের। চলতি বছর ওটিটিতে এসেছে ‘ছত্রীওয়ালি’। ছবিতে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
এরপরই ছুটি কাটাতে মালদ্বীপে উড়াল দিয়েছেন রাকুল প্রীত।
কার সাথে রাকুল ছুটি কাটাতে গেছেন? অভিনেত্রী নিজে কিছু বলেননি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাকুল গেছেন তাঁর প্রেমিক জ্যাকি ভ্যাগনানির সাথে মালদ্বীপে।
ছবিতে রাকুলকে দেখা গেছে বিভিন্ন রঙের বিকিনিতে। একটি ছবি পোস্ট করে রাকুল ক্যাপশনে লিখেছেন, ‘মৎস্যকন্যা।






