ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মেডিকেলে রোগী ভাগিয়ে নেওয়ার সময় দালাল আটক

দৈনিক স্লোগান, সারাদেশ

রোগীদের কম খরচের বিনিময়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি একটি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার অভিযোগে সবুজ মিয়া (২৬) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, কম খরচে বাইরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে রোগীদের প্রলোভন দেখানোর সময় প্যাথলজি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন সবুজ। পরে তাঁকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়ে থাকে।

হাসপাতাল সূত্র জানায়, সবুজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামে।

>>>  করোনা শনাক্ত ৬৫ জনের, সবাই ঢাকার বাসিন্দা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :