ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সোনার বাংলা ভালোবাসি, বলে নিজেরাই নোংরা করছি’

দৈনিক স্লোগান, রাজনীতি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘বিদেশে গেলে আমরা কেউ রাস্তায় ময়লা ফেলি না, আর এসে মুখে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর নিজেরাই ঘরে ও বাইরে নোংরা করছি। এতে করে নিজেদেরই সমস্যা তৈরি হচ্ছে।’ 

আজ বুধবার বেলা ১২টায় কাওলা, মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় মাদক, ডেঙ্গুবিরোধী র‌্যালি ও কাওলা বাজার সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে মেয়র এসব কথাই বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মশা এমন প্রাণি যার কামড়ে আমাদের হাসপাতালে যেতে হচ্ছে।

কিউলেক্স মশা, এডিসসহ সব ধরনের মশার উপদ্রব কমাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, ‘এডিস মশা ডিম পাড়লে আড়াই বছর পর্যন্ত বেঁচে থাকে।  পানি পেলেই এসব লার্ভা পূর্ণতা পায়।

তাই ঘরে বাইরে সবাইকে সচেতন হতে হবে। সম্প্রতি এক বাসায় এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে। যার বাসায় জরিমানা করা হয়, তিনি আমাকে ফোন দিয়ে জরিমানা না করার জন্য বলেন। এখন কথা হচ্ছে একজনের ঘরে জন্মানো এডিস মশায় আরেক ঘরের শিশু, বৃদ্ধসহ কোনো মানুষ অসুস্থ হলে এসব দায় কার? তাই উদ্যোগ নেওয়ার পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’ মেয়র বলেন, মাদক যুব সমাজকে তামাকমুক্ত করতে হবে। মাদকমুক্ত যুব সমাজ এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

আতিকুল ইসলাম বলেন, কাওলার এই সড়কটি ১০-১২ ফিট ছিল। স্থানীয়রা কাউন্সিল এর  সহায়তায় ৩০ ফিট করে দেওয়ার পর আমরা কাজ করে দিয়েছি। সড়কটির নামকরণ করা হয়েছে আলহাজ্ব মফিজ উদ্দিন বেফারি সড়ক।

এভাবে যারা ২০ ফিট থেকে ৩০ ফিট রাস্তা করতে পারবে আমরা উন্নয়ন কাজ করে দেব।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালী, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান, ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়া সড়ক উদ্বোধন শেষে তিনি দক্ষিণখান এলাকা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানে স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রমুখ ব্যক্তি।


>>>  অবরোধে নাশকতা রোধ করতে ডিএমপির ১০ নির্দেশনা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :