ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাইনালের দিনে সালাউদ্দিনের হেলিকপ্টার ভ্রমণ

দৈনিক স্লোগান, খেলাধুলা


বেশ আয়োজন করে  কাজী সালাউদ্দিন আবাহনী-মোহডামেডানের ফেডারেশন কাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন- হেলিকপ্টারে চড়ে। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শেষ পর্যন্ত ভ্রমণটাই মুখ্য হয়েছে। কারণ ক্ষণে ক্ষণে রঙ বদলানো এই ম্যাচের শেষটাই যে তিনি দেখতে পারননি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষেই সালাউদ্দিন আবার হেলিকপ্টারে করে মাঠ ছেড়েছেন।

তখনো শিরোপা কার ঘরে যায় তা নিয়ে ছিল অনিশ্চয়তা, মাঠে কিংবা টিভির সামনের দর্শক কেউ খেলা ছেড়ে উঠতেই পারছিলেন না। কিন্তু সালাউদ্দিনের সেই ধৈর্য্যটুকু হয়নি। যা নিয়ে মাঠে অনেকেই তার  সমালোচনায় মুখর হয়েছেন।

বাফুফে ও কাজী সালাউদ্দিনের বিতর্কিত কর্মকাণ্ডে এমনিতেই চারদিকে সমালোচনার ঝড় চলে থাকে।

নতুন করে আবারো সামলোচিত হলেন তিনি। ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারকে সাথী করে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। পুরস্কার বিতরণীতে এই দুজনের কেউই ছিলেন না। সহসভাপতিদের মধ্যে ছিলেন আতাউর রহমান ভূইয়া মানিক।

>>>  কিংস কাপ থেকেও বিদায় রোনালদোদের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :