ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোচিং না করে গুচ্ছে সারাদেশে প্রথম নটরডেমের রায়হান

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোন কোচিং না করেই গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে সারাদেশে প্রথম হয়েছেন নটরডেম কলেজের কমার্স গ্রুপ এ এর শিক্ষার্থী রায়হান খান রাজু। 

এ. কে. উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ – ৫ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন রায়হান।  উচ্চমাধ্যমিকে বিভাগ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা নিয়ে ভর্তি হয় নটরডেম কলেজে। উচ্চ মাধ্যমিকেও জিপিএ – ৫ পেয়ে নিজে ঘরে বসেই শুরু করেন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরিক্ষার প্রস্তুতি। 

রায়হান খান বলেন, বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য কোচিং করতে হবে এটা আমাদের জন্য একটি ভুল ধারণা। নিজের পরিকল্পনা অনুযায়ী বাসায় বসেই কঠোর পরিশ্রম করলে এমনিতেই লক্ষ্য অর্জন করা যায়। তারজন্য কোচিং সেন্টারে গিয়ে সময় অপচয় করার কোন মানে হয় না।

রায়হান বলেন, আমার এই সাফল্যের পিছনে আমার আল্লাহর তায়ালার পর আমার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমি অষ্টম শ্রেণিতে উঠার পরে আমার বড় ভাই আমাকে পড়াশোনার বিষয়ে পুরোপুরি দিকনির্দেশনা দিয়েছেন। আমি যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়নি তখনি বিজ্ঞান বিভাগ থেকে পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা বিভাগে চলে আসি। 

রায়হান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দিয়েছি। কিছুদিন পরেই  ফলাফল প্রকাশিত হবে।যদি ঢাবিতেই চান্স পেয়ে যাই তাহলে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হব না। আর যদি ঢাবি তে চান্স না হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে আমার। 

>>>  জবি পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের সভাপতি তানজীদ, সম্পাদক রিনি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :