ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন প্রেম নিয়েও বিপাকে পিকে!

দৈনিক স্লোগান, খেলাধুলা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জেরার্ড পিকের। প্রাক্তন প্রেমিকা শাকিরার সাথে বিচ্ছেদের পর থেকেই রীতিমতো কোনঠাসা হয়ে পড়েছেন এই তারকা। ধোঁকা, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগের তীরেও বিদ্ধ হতে হয়েছে বার বার। সবকিছু আড়াল করে নতুন প্রেমিকা ক্লারা চিয়া মার্তির সাথেই ব্যস্ত রয়েছেন ইদানিং।

তবে এবার সেখানেও স্বস্তি নেই তার! শোনা যাচ্ছে, ক্লারা চিয়া মার্তির পিতা-মাতা পিকের প্রতি আর ভরসা রাখতে পারছেন না। কন্যাকে পিকের হাতে তুলে দিতেও আপত্তি রয়েছে তাদের। 

পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তি একজন ছাত্রী। ২৪ বছর বয়সী ক্লারার বাবা-মা প্রাক্তন বার্সেলোনার এই খেলোয়াড়ের একাধিক কথিত প্রতারণা কেলেঙ্কারির কারণেই তাকে বিশ্বাস করেন না বলে জানা গেছে।

একজন অভ্যন্তরীণ দাবি করেছেন, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর ক্লারা চিয়া মার্তির সাথে তার নতুন রোম্যান্সের মধ্যে জেরার্ড পিকে সমস্যায় পড়েছেন।

স্প্যানিশ মিডিয়া আউটলেট ‘লা ভ্যানগার্ডিয়া’ একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে ক্লারার বাবা-মা, লুইস ও মার্গা ভয় পাচ্ছেন যে তাদের মেয়েও শাকিরার মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। এছাড়া ক্রীড়াবিদকে পছন্দ না করার বা বিশ্বাস না করার আরেকটি কারণই হল তার বয়স। তারা বিশ্বাস করেন যে এই বয়সের কারো সাথে ডেটিং করার জন্য ক্লারার বয়স খুব কম ।

এছাড়াও শাকিরার সাথে পিকের সন্তান হেফাজতের চুক্তি নিয়েও তাদের সমস্যা রয়েছে কারণ হেফাজত চুক্তি অনুসারে তাকে প্রতি মাসে মিয়ামিত গিয়ে তার ছেলে সাশা ও মিলমের সাথে ১০ দিন কাটাতে হয়। জানা গেছে, শুধু ক্লারার বাবা-মা নয়, ক্লারাও এই চুক্তির বিষয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন ও তিনি পিকের সাথে এই বিষয়ে বেশ সোচ্চারও হয়েছেন।

সাংবাদিক জর্ডি মার্টিন দাবি করেছেন যে শাকিরার সাথে চুক্তিতে স্বাক্ষর করার পরে ক্লারা পিকেকে বলেছিলেন, “তোমাকে সারাজীবন এই চুক্তিতেই থাকতে হবে।” ক্লারার বাবা-মাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন যে জেরার্ড তাদের সাথে মাত্র দুইবার দেখা করেছেন। কারণ এই জুটি প্রায় এক বছর ধরেই ডেটিং করে চলছে।

>>>  জয় দিয়েই ন্যু ক্যাম্প বিদায় বুসকেতস -আলবার

ক্লারা অসংখ্য অনুষ্ঠানে পিকের বাবা-মায়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু ক্রিসমাসের পর থেকে পিকে মাত্র দুইবার ক্লারার বাড়িতে গিয়েছেন। যার ফলে আরো বেশি উদ্বেগ প্রকাশ করেছেন ক্লারার বাবা-মা।

দীর্ঘ ১১ বছর একসাথে থাকার পর শাকিরা-পিকে ২০২২ সালের শুরুতে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন, যা ভক্তদেরকে হতবাক করে দিয়েছিল। পিকে তাদের সম্পর্কের শেষ দিকে শাকিরার সাথে প্রতারণা করেছেন- এমনটাই অভিযোগ উঠেছিল। এই ফুটবলার তখন ২৩ বছর বয়সী ছাত্রী ক্লারা চিয়া মার্টির সাথে যুক্ত হয়েছিলেন। কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডানিয়া উৎসবে দুজনের চুম্বনের ছবিটি স্প্যানিশ মিডিয়া আউটলেট সোশ্যালাইট প্রকাশ করেছিল। এরপরই বিচ্ছেদের গল্প শুরু হয় পিকে-শাকিরার। বর্তমানে দুই সন্তানের সাথে মিয়ামিতে রয়েছেন শাকিরা। 

সূত্র : দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :