ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জয় দিয়েই ন্যু ক্যাম্প বিদায় বুসকেতস -আলবার

দৈনিক স্লোগান, খেলাধুলা

এই ম্যাচের পরই সংস্কার কাজের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকবে ন্যু ক্যাম্প। তার চেয়েও বড় কথা, ন্যু ক্যাম্পে নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেললেন সের্হিও বুসকেতস এবং জর্দি আলবা। এই দুই তারকার বিদায়ী ম্যাচে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় বার্সেলোনা। ৩৭ ম্যাচে ২৮ জয় ৪ ড্রয়ে বার্সার মোট পয়েন্ট এখন ৮৮।

তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭৭ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে।

রবিবার রাতের ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ শুরু করে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের ১২ নম্বর দলকে তারা পাত্তাই দিচ্ছিল না। ম্যাচের মাত্র ৫৩ সেকেন্ডের মাথায় বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি।

এরপর আলেহান্দ্রো বালদেকে বিপজ্জনক এক ফাউল করে লাল কার্ড দেখেন মায়োর্কার আমার এনদিয়ায়ে। ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আনসু ফাতি। লেভানদোস্কির থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে তিনি বল জালে পাঠান।

৩১তম মিনিটে একটুর জন‍্য গোল পাননি লেভানদোস্কি।তার ঠিক তিন মিনিট পর খুব কাছ থেকে শট নিলেও বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধেও কমপক্ষে তিনটি সুযোগ নষ্ট করেছেন লেভানদোস্কি। ৭০তম মিনিটে বুলেট গতির শটে ম্যাচের ব্যবধান ৩-০ করে ফেলেন গাভি। ৮০তম মিনিটের সময় আলবাকে তুলে নেন কোচ জাভি। এই স্প‍্যানিশ ডিফেন্ডারকে দাঁড়িয়ে সম্মান জানান ভক্ত সমর্থকরা।

একটু পরই দর্শকদের সম্মান প্রদর্শনের মাধ্যমে মাঠ ছাড়েন বুসকেতস।

>>>  রিয়ালের জালে বার্সার ৩ গোলে জয়

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :