ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কোনাঘাট মোড়ে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আলামিন মিয়া (৩৩) নামের একজন সিএনজিচালিত অটোচালক মারা গেছেন। সিএনজিতে থাকা চার জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
নিহত আল আমিন মিয়া উপজেলার বড়ি কান্দি ইউনিয়নের থোল্লাকান্দির তালতলার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর সিএনজি স্টেশন থেকে চারজন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ চলতি সিএনজির ওপর পড়ে। এতে সিএনজির ড্রাইভার আলামিনের মিয়ার মৃত্যু হয়ে থাকে।
ফায়ার সার্ভিসে কর্তব্যরত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করি। ড্রাইভারের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালের উদ্দেশে চলে গিয়েছে।







