ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তাহে পাঁচদিন চলবে সশরীরে ক্লাস

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)’ তে সপ্তাহে পাঁচদিন চলবে সশরীরে ক্লাস ও পরীক্ষার কার্যক্রম। মঙ্গলবারের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় সশরীরে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার ক্লাস – পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের অনলাইন ক্লাসের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে আগামী পহেলা জুলাই ২০২৩ থেকেই।

আজ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. অহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি দরের ঊর্ধ্বগতি এবং প্রাপ্যতা সংকটের মধ্যে গত ১৯ জুলাই থেকে সরকার ঘোষণা দিয়ে লোডশেডিং শুরু করে। সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে গত বছরের ৯ আগস্ট ২০২২ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সপ্তাহে প্রতি মঙ্গলবারে ২৫ শতাংশ বিদুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে একদিন অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল।

>>>  জবি ডিবেটিং সোসাইটির 'ডিবেট প্রিমিয়ার লীগ'

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :