ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুঁড়ি কমান, নাহয় অবসর নিন’!

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

পুলিশ বাহিনীকে ‘উপযুক্ত’ হতে হবে। তার জন্য পুলিশ সদস্যদের হতে হবে সুঠাম এবং সুস্বাস্থ্যের অধিকারী। তাদের হতে হবে মেদহীন সবল চেহারার। আর তা না হলেই বিপদ! স্বেচ্ছায় অবসর নিয়ে নিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার এমনটাই জানায় ভারতের আসাম রাজ্যে সরকার।

আসাম পুলিশ ঘোষণা করেছে, শিগগিরই সে রাজ্যে ‘উপযুক্ত’ পুলিশ বাহিনী তৈরি করতে চলেছে সরকার। কারা সেই পুলিশ বাহিনীর জন্য ‘যোগ্য’ আর কারা ‘অযোগ্য’ তা জানতে সবারই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ‘অযোগ্য’ হিসেবে প্রমাণিত হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশ সদস্যকে।

ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) ও আসাম পুলিশ সার্ভিস (এপিএস) কর্মকর্তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, নিজেদের সবল করে তুলতে সেই রাজ্যের পুলিশ কর্মকর্তাদের ১৫ অগস্ট পর্যন্ত সময় বেধে দেওয়া হবে। তার পর থেকেই শুরু হবে পরীক্ষা-নিরীক্ষা।

আসাম পুলিশের মহাপরিচালক জি পি সিং টুইটে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আসাম পুলিশের সব সদস্যকে সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আইপিএস ও এপিএস কর্মকর্তাদেরও এই নির্দেশ দেওয়া হচ্ছে। ১৫ অগস্ট পর্যন্ত আইপিএস ও এপিএস কর্মকর্তাসহ সব পুলিশ সদস্যকে স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার সময় দেওয়া হচ্ছে। তার পরের ১৫ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। যারা স্থূল, তাদের ওজন কমানোর জন্য আরও তিন মাস সময় দেওয়া হবে (নভেম্বরের শেষ পর্যন্ত)। যাদের প্রকৃত শারীরিক সমস্যা রয়েছে শুধু তাদেরকেই ছাড় দেওয়া হবে।’

আসামের পুলিশ প্রধান জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার পর যে পুলিশ সদস্যরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হবে,তাদের সবল হতে আরো তিন মাস সময় দেওয়া হবে। তাতেও কোনো উন্নতি না হলে, স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশ সদস্যদেরকে। আগস্টে তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন।

এপ্রিলের শুরুতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, আসাম পুলিশে কর্মরত প্রায় ৩০০ জনকে অতিরিক্ত মদ্যপান করার জন্য স্বেচ্ছায় অবসর গ্রহন করতে বলা হয়েছে। তার দাবি ছিল, ওই পুলিশ সদস্যরা অতিরিক্ত মদ্যপান করার কারণে পরিষেবার প্রভাব পড়েছে।

>>>  তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারন ও পরবর্তী অবস্থা

হেমন্ত আরও জানিয়েছিলেন, স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ও শূন্যপদগুলোতে শিগগিরই নতুন নিয়োগ করা হবে। তার মধ্যেই আবার এই নতুন ঘোষণা আসাম পুলিশের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :