ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

দৈনিক স্লোগান, আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগ পর্যন্ত দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাসকে উপেক্ষা করে এই কদিন হয়নি বৃষ্টি। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি নামে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।

আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্য। আকাশ মেঘলা থাকায় ঘড়ির কাঁটার দিকে না তাকালে বোঝার উপায় নেই রাত গড়িয়ে সকাল হয়েছে। নয়টার পর থেকে শুরু হয়েছে বাতাস, সাথে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় মনে রয়েছে স্বস্তি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা এবং খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

>>>  গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :