ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা বিদেশিদের ভয় পায়না : সেতুমন্ত্রী

দৈনিক স্লোগান, রাজনীতি

বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের লবিস্ট নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে―আওয়ামী লীগ কখনোই এই ধারণাকে পোষণ করে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।

আজ মঙ্গলবার (১৬ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতায় বসাতে পারবে ভেবে পশ্চিমাদের কাছে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি’ মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। তিনি বিদেশিদেরকে ভয় পান না। কারণ ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে দেশের জনগণ।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি মনে করে পশ্চিমারা তাদের ক্ষমতায় বসাতে পারবে, তাদের দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেটা ভেবে পশ্চিমাদের কাছে লবিস্ট নিয়োগ দিয়ে রেখেছে বিএনপি।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলেই আছি, আর না চাইলে নাই।’ এই মানসিকতা যার তিনি বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেছেন  ওবাইদুল কাদের।


>>>  ডোনাল্ড লুর চিঠির উত্তর দিল আওয়ামী লীগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :