ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রদূতদের প্রটোকল তুললে দেশের জন্য ক্ষতিকর হবে : ফখরুল

দৈনিক স্লোগান, রাজনীতি

ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রটোকল তুলে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দিবে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

ফখরুল বলেন, দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার করেছে সরকার, এতে আরও সংকট সৃষ্টি হবে। এটা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। এটা সুখকর কিছু বয়ে আনবে না।

সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমি এটাতে উদ্বিগ্ন। কূটনীতির বিষয়ে এটা আরোও একঘরে করে তুলবে বাংলাদেশকে। বাংলাদেশের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ সমস্যাটা শুধু সরকারের না, সমস্যাটা তো আমাদের বাংলাদেশের জনগণের। কারণ এটার যেই আফটার অ্যাফেক্টস, সেটা বাংলাদেশের মানুষকেই ভোগ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সরকার। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্ব কে নিয়ে সমালোচনা করছে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখন যদি যুক্তরাষ্ট্র এই বিষয়ে পাল্টা ব্যবস্থা নেয় সেটা তো বাংলাদেশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যুক্তরাজ্য যদি পাল্টা ব্যবস্থা নেয় সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সৌদি আরব, যারা সব সময় বাংলাদেশকে সহযোগিতা করছে, তারা যদি কোনো ব্যবস্থা নেয় সেটা আমাদের জন্যই ক্ষতিকর হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

>>>  বিএনপি নির্বাচনে আসলে তফসিল পূণনির্ধারন করা হতে পারে: ইসি আনিছ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :