ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডে সম্ভবত আমার শেষ ম্যাচটা খেলে ফেলেছি: তামিম

দৈনিক স্লোগান, খেলাধুলা

২০১০ সালে ক্যারিয়ারের শুরুতে প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তামিম ইকবাল। স্মরণীয় সিরিজে লর্ডস এবং ম্যানচেস্টারে টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন। এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলা হলো ইংল্যান্ডের মাঠেই। সিরিজ জেতার পর কিছুটা আবেগাক্রান্ত হয়ে তামিম জানালেন, ইংল্যান্ডে হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেট আর খেলা হবে না তার। শেষ ম্যাচটাতে  তাই চেয়েছিলেন রাঙাতে।

রোববার নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। প্রায় হারতে বসা ম্যাচ নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদের ঝলকে জিতে যাওয়ায় উচ্ছ্বাসটা ছিল অনেক বেশিই।

পরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিদেশী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান ইংল্যান্ডে তিনি খেলে ফেলেছেন তার শেষ ম্যাচ, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথাই বলব। আগামী তিন-চার বছরে কোন সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে লর্ডসের অনার্সে বোর্ডে নাম উঠানোর ঈশারা করেছিলেন তামিম ইকবাল । বাংলাদেশের ক্রিকেটের আইকনিক ছবিগুলোর একটি হয়ে আছে সেটি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে খেলা পড়ার সূচি হওয়ার পর থেকেই তামিম ভাবছিলেন, ইংল্যান্ডে বাংলাদেশের হয়ে আর খেলতে আসা হবে না। শেষ সিরিজটা তাই বিশেষ কিছু করতে চেয়েছিলেন তিনি।

ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর শেষ ম্যাচে ৬৯ রান করেছেন তামিম। খুব সাবলীল ফিফটি না হলেও এই রানকে সুখস্মৃতি হিসেবে রাখতে চান কিছুটা মন খারাপ করা বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক,  ‘অবশ্যই ( শেষ ম্যাচ খেলায় মন খারাপ)। আমি এই সিরিজের আগেই চিন্তা করছিলাম। কারণ এই আমাদের সূচিতে তিন-চার বছরে এরকম আর কিছুই নেই। আমি ভালো কিছু একটা আশা করছিলাম। কারণ আমি এখানে যখন প্রথম আসি তখন এটা বিশেষ কিছু ছিল। এটা আমার শেষ ছিল। আমি বিশেষ কিছু করতে চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে করতে পারছিলাম না। যাই হোক এটা ভালো যে কিছু রান করতে পেরেছি অবশেষে স্মৃতিটাকে ভালো রাখার জন্য।’

>>>  পিএসজির হয়ে আজই মাঠে নামছেন মেসি

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির  ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের আর কোন সফর নেই। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নেওয়ার ইচ্ছা না থাকারই একটা আভাস দিলেন তামিম।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :