ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্রের প্রতিশ্রুতিতেই জার্মানিতে জেলেনস্কি, নেবেন পুরস্কার

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে পৌঁছলে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার তাকে স্বাগত জানিয়েছেন ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন বার্লিনে অবস্থান করছেন। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ারের সাথে আলোচনা করবেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জার্মানিতে এটিই তার প্রথম সফর।

জার্মানি কিয়েভকে প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেওয়ার এক দিন পরই জেলেনস্কি জার্মানিতে সফর করছেন। জেলেনস্কিকে রবিবার একটি মর্যাদাপূর্ণ সম্মান—শার্লেমেন পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি ইউরোপীয় ঐক্যের প্রচারে সবচেয়ে বেশি কাজ করে—এমন ব্যক্তিদেরই স্বীকৃতি দেয়। এর আগে উইনস্টন চার্চিল, পোপ ফ্রান্সিস ও বিল ক্লিনটন এই পুরস্কারটি পেয়েছেন।

জার্মানিতে পৌঁছে জেলেনস্কি টুইটে বলেন, ‘ইতিমধ্যে বার্লিনে। অস্ত্র। শক্তিশালী প্যাকেজ। বিমান প্রতিরক্ষা। পুনর্গঠন। ইইউ। ন্যাটো। নিরাপত্তা।’

শনিবার জার্মানি ইউক্রেনের জন্য তার সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ উন্মোচন করেছে। বার্লিন বলেছে, তারা কিয়েভকে লেপার্ড ট্যাংক ও বিমানবিধ্বংসী ব্যবস্থাসহ ২৪০ কোটি ইউরো মূল্যের অস্ত্র সরবরাহ করে থাকবে।

নিরাপত্তার কারণে জার্মান সরকার জেলেনস্কির গতিবিধি সম্পর্কে তেমন কোনো বিশদ বিবরণ প্রকাশ করেনি। তবে তিনি ইতিমধ্যে জার্মান প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন ও পরে চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

জার্মান গণমাধ্যম আরো জানিয়েছে, বিকেলে প্রেসিডেন্ট জেলেনস্কি শার্লেমেন পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমাঞ্চলীয় শহর আচেনেতে যাবেন।

জার্মান বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমানের পাহাড়ায় ইউক্রেনের নেতার বিমান বার্লিনে পৌঁছায়। প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার ইতালিতে একটি সফরের পরে সেখানে থেকেই উড়ে গেছেন। সেই সফরে তিনি সে দেশের প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে  দেখা করেছেন। এই ছাড়াও ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে একটি ব্যক্তিগত আলোচনায়ও অংশ নিয়েছেন।

>>>  বাখমুতের দিকে এগোনোর দাবি কিয়েভের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :