ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতকে টপকে তিনে বাংলাদেশ

দৈনিক স্লোগান, খেলাধুলা

ইংল্যান্ডের চেমসফোর্ডে চলছে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও ছিল বৃষ্টির বাধা। সেজন্য ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জয় অর্জন করেছে বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে আইরিশ ব্যাটাররা। দলটির পক্ষে ১১২ বলে ১৪০ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। তবে নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরির কাছেই ম্লান হয়ে গেছে টেক্টরের ইনিংস। ৯৩ বলে ১১৭ রানের নান্দনিক এক ইনিংস খেলেছের শান্ত। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছক্কা, স্ট্রাইকরেট ১২৫.৮১। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাওহীদ হৃদয়। ৫৮ বলে ৬৮ রান করেছেন এই তরুণ। শেষ দিকে মুশফিকুর রহীমের দৃঢ়তায় ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে টিম বাংলাদেশ।

এই জয়ের ফলে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের হারিয়ে আরো ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫-এ। ফলে ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ।

আগেই ২০২৩  সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা বাংলাদেশের ওপরে আছে ইংল্যান্ড  এবং নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংলিশদের পয়েন্ট ১৫৫ এবং শীর্ষে থাকা কিউইদের সংগ্রহ ১৭৫ পয়েন্ট। আর ১৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান।

>>>  বিশ্বকাপ শেষে কতো আয় হলো বাংলাদেশের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :