ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচন উপলক্ষে প্রচারনা চালাচ্ছেন এ এম আবদুল্লাহ

দৈনিক স্লোগান, নড়াইল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নড়াইল-০২ আসনের জনগণের মাঝে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বুয়েট প্রকৌশলী, লে কমান্ডার (অব) এ এম আবদুল্লাহ। তিনি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতেই নড়াইল-০২ আসনের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বলে জানা গেছে।

নির্বাচনী প্রচারণার সময় আশীর্বাদপুষ্ট

আধুনিক লোহাগড়া পাইলট স্কুলের রুপকার হিসেবে খ্যাত মুনশি মোয়াজ্জেম হোসেন বিজু স্যার এর ছেলে লে কমান্ডার (অব:) এ এম আবদুল্লাহ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও সাবেক সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ও ছাত্রজীবন এ কারাবরণকারী এই নেতা নির্বাচনী প্রচারণা শুরু করায় দলীয় নেতাকর্মীদের মাঝেও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

জানা যায়,তার নিজ ইউনিয়ন জয়পুর থেকেই তিনি আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিডি বাজার ও সংলগ্ন এলাকা ঘুরে ঘুরে আওয়ামী লীগ সরকার এর উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরতে থাকেন। এসময় জয়পুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সুমন তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার সাথে প্রচারণায় উপস্থিত ছিলেন জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: শামসুল হক মোল্যা, দিঘলিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল মোশাররফ হোসেন মোল্যা, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোজাম খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও পূজা পরিষদ সহ অন্যান্য সামাজিক সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন শ্রেণির জনগণের মাঝে নির্বাচনী প্রচারণার সময়

এই বিষয়ে উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোজাম খান বলেন, আমরা আব্দুল্লাহ সাহেব কে নিয়ে ঘুরেঘুরে সরকার এর উন্নয়ন চিত্র তুলে ধরছি জনগণের মাঝে। আব্দুল্লাহ সাহেব এর মতো স্মার্ট নেতার হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট নড়াইল ইনশাআল্লাহ।

উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফাহিম ফয়সাল বলেন, ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যপক সাড়া পাচ্ছি আমরা। আমরা জননেত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতিক নৌকার প্রশ্নে আপোষহীন। আমরা আশাবাদী জননেত্রী শেখ হাসিনা শিক্ষিত স্মার্ট নেতা বুয়েট প্রকৌশলী জনাব আবদুল্লাহ সাহেবের হাতে স্মার্ট নড়াইল গড়ে তোলার দায়িত্ব অর্পন করবেন।

>>>  নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :