ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক স্লোগান, রাজনীতি

আগামী ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে আজ বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এই সম্মেলনে যোগদান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করবেন তিনি। ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত ছাড়াও ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। আগামী শুক্রবার (১২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন।

এর আগে পাঁচটি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলঙ্কায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে ও ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। এবার ষষ্ঠ সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

>>>  নাসিরনগরে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও মিছিল

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :