ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে রপ্তানির অলংকার তৈরি করবে কোরিয়ার কোম্পানি

দৈনিক স্লোগান, অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্মাইল আর্টস লিমিটেড বাংলাদেশে কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের জুয়েলারি বা অলংকার তৈরি করবে। এরপর এসব অলংকার রপ্তানি করা হবে বিশ্বের বিভিন্ন দেশেতে। নীলফামারী জেলায় অবস্থিত উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (উত্তরা ইপিজেড) স্থাপন করা হবে এই জুয়েলারির কারখানা।

কারখানা স্থাপনে স্মাইল আর্টস বিনিয়োগ করবে ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২১ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে)। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩০০ জন বাংলাদেশের নাগরিকের।

এই লক্ষ্যে রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং স্মাইল আর্টসের ব্যবস্থাপনা পরিচালক শিন হায়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।  

স্মাইল আর্টস বছরে ৪ কোটি ইউনিট কস্টিউম জুয়েলারি, স্টারলিং সিলভার জুয়েলারি এবং জেমস্টোন জুয়েলারি উৎপাদন করবে। স্মাইল আর্টস দক্ষিণ কোরিয়াভিত্তিক ফ্যাশন জুয়েলারি তৈরির প্রতিষ্ঠান জুনো ক্রাফট এর সহযোগী একটি প্রতিষ্ঠান।

কস্টিউম জুয়েলারি সাধারণত কম মূল্যবান উপকরণ, যেমন পিতল, তামা, প্লাস্টিক, লুসাইট, অ্যানামেল ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি কঅরা হয়ে থাকে। স্টারলিং সিলভার জুয়েলারি তৈরি হয় প্রায় ৯২ শতাংশ রুপা এবং সাড়ে ৭ শতাংশ তামা-দস্তার সংকর ধাতু দিয়ে। আর বিভিন্ন রত্নপাথর দিয়ে তৈরি হয় জেমস্টোন জুয়েলারি।

>>>  রপ্তানি বহুমুখীকরণে গতি নেই

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :