ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, সাবেক প্রেমিক গ্রেপ্তার

দৈনিক স্লোগান, অপরাধ



এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি এবং প্রতারণার অভিযোগে সায়েম আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও বাদামতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি হচ্ছে ফেনীতে। ২০২১ সালের ডিসেম্বরে তিনি নগরের বহদ্দারহাটে বোনের বাসায় বেড়াতে আসেন। ওই সময় সায়েমের সাথে তাঁর পরিচয় হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে থাকে। একপর্যায়ে দুজনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কৌশলে ধারণ করে রাখেন সায়েম। ওই তরুণী বিয়ের কথা বললে সায়েম সম্পর্ক ছিন্ন করে ফেলেন। পরে গত বছরের ডিসেম্বরে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়।

নুরুল আবছার বলেন, বিয়ের পর থেকেই সায়েম ওই তরুণীকে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে আসছেন। সর্বশেষ ৫ই মে ভিডিওটি ওই তরুণীর মেসেঞ্জারে দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। নইলে এটি তাঁর স্বামীসহ পরিচিতজনদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পরে বিষয়টি র‍্যাবকে জানানো হলে অভিযান চালিয়ে সায়েমকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীর করা মামলায় তাঁকে থানাতে হস্তান্তর করা হয়েছে।


>>>  হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন হবে ঢাকায় : সৌদি রাষ্ট্রদূত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :