ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজও কি কলকাতার ‘অটোচয়েস’ সুনিল নারাইন?

অনেক স্লোগান, খেলাধুলা

আইপিএলের চলতি ষোড়শ আসরের প্লে অফ থেকে প্রায় ছিটকে যেতে বসা কলকাতা নাইট রাইডার্স আজ সোমবার মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নাইটদের অবস্থান হচ্ছে টেবিলের ৮ নম্বরে। তবে নাইটদের পারফর্মেন্স ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় দুই ক্যারিবিয়ান সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল। দুজনের পারফর্মেন্স করুণ হওয়ার পরও প্রতি ম্যাচে একাদশে রাখা হচ্ছে।এদের মাঝে সুনিলের পারফর্মেন্সের অবস্থা বেশি করুণ।

এক দশকের বেশি সময় ধরে নাইট রাইডার্স একাদশে জায়গা পাকা ছিল সুনীল নারাইনের। ত্রিনিদাদের রহস্য স্পিনার নাইট রাইডার্সের জার্সিতে ১২ সিজন ধরেই খেলেছেন। ১৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১০৩৯ রান। ফিফটি আছে ৪টি। তবে কলকাতার গণমাধ্যমে গুঞ্জন, আজকের ম্যাচে হয়তো বসিয়ে দেওয়া হবে এই ক্যারিবিয়ান প্লেয়ারকে। কারণ চলতি সিজনে ৮ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ মাত্র ১৪ রান! ১০ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৭ টি। 

২০১২ এবং ২০১৪ সালের আইপিএলে নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম নায়ক ছিলেন সুনিল নারাইন। দুই সিজনে তার নামের পাশে ছিল যথাক্রমে ২৪ ও ২১ উইকেট। তবে গত দুই-তিন সিজন ধরেই তিনি পারফরম্যান্স করে নয়, স্রেফ নামের জোরে খেলে  যাচ্ছেন। এবার নাইট রাইডার্স আরও একবার প্লে অফের আগেই ছিটকে যাওয়ার মুখে। অংকের হিসেবে প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে শেষ চার ম্যাচ তাদের জিততেই হবে। এমন পরিস্থিতিতে কি নারাইনকে খেলানোর ঝুঁকি নেবে নাইটরা?

>>>  পরিবারের সাথে শিরোপা–জয় উদ্‌যাপন মেসির

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :