ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাবির ‘খ’ ইউনিটে আসন প্রতি লড়বে ৪২ জন

আগামীকাল শনিবার (০৬ মে) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।

দেশের আটটি বিভাগীয় শহরে হবে এ পরীক্ষা অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। মোট আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি। এক আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ৪২ জন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে এক লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে সাত হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করে

প্রতি আবেদনের ফি ছিল এক হাজার টাকা। ফলে আবেদন থেকে প্রায় ৩০ কোটি টাকা ফি আদায় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

>>>  গুচ্ছ ভর্তিতে ২২ বিশ্ববিদ্যালয়কে থাকতে রাষ্ট্রপতির আদেশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :