ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেবি বাম্প প্রকাশ করলেন ইলিয়ানা

দৈনিক স্লোগান, বিনোদন

মা হওয়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি এই অভিনেত্রী। 

‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন সকলেই। মাতৃত্বের স্বাদও ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। অন্তঃসত্ত্বা অবস্থার প্রতিটা মুহূর্তও চুটিয়ে উপভোগ করছেন এই বলিউড সুন্দরী।

এই প্রথমবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। ছবিতে স্পষ্ট ইলিয়ানার স্ফীতোদর সহ। ক্যাপশনে লিখেছেন, ‘লাইফ লেটলি’। যেদিন সন্তান আসার খবর সকলকে দিয়েছিলেন, সেদিনই জানিয়েছিলেন নতুন সদস্যের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। 

‘বরফি’ খ্যাত অভিনেত্রীর এই ইনস্টাগ্রাম স্টোরি ভিডিওতে দেখা গিয়েছে, হাঁটু ঝুলের একটি গাউন পরে খাটে শুয়ে রয়েছেন তিনি। হাতে চায়ের কাপ। বিছানার উপর তাঁর পোষ্য বিড়ালটি ঘুমোচ্ছে। গত বছর ডিসেম্বরে আইভিএফ সেন্টারের বাইরে দেখা গিয়েছিল ইলিয়ানাকে।

ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান দেন এই সুন্দরী। প্রথমটিতে ছিল সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। ছবির বিবরণীতে লেখেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আমার আর তর সইছে না’।

দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সাথে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কের ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার প্রেম জীবন নিয়ে নতুন গুঞ্জনও ছড়ায়। 

জানা গেছে, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু ও পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।

>>>  ১৯০ কোটি রুপির বাড়ি কিনছেন উর্বশী!

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :