ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ইয়াবা ও হেরোইন সহ ৪ ‘মাদককারবারি’ গ্রেপ্তার

দৈনিক স্লোগান, অপরাধ

মানিকগঞ্জের শিবালয়ে হেরোইন এবং ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ‘মাদক কারবারি’ বলছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার(৪ মে) সকালে ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, বুধবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এরই মধ্যে রঘুনাথপুর এলাকা থেকে রঘুনাথপুর এলাকার মৃত আবুল ফজল শেখের ছেলে রবিউল আওয়াল ওরফে আব্দুল আওয়ালকে (৩৯) ও ধুসর গ্রামের মো. নুরুর ছেলে মো. মোশাররফকে (৩০) ২০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়ে থাকে।

এই ছাড়াও আরেকটি অভিযানে শিবালয় এলাকা থেকে মৃত খালেক মিয়ার ছেলে রনি মিয়াকে (৩৫) ও হাসান মল্লিকের ছেলে লালন মল্লিককে (৩৭) ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।  

উদ্ধারকৃত মাদকের মূল্য (আনুমানিক) তিন লাখ ৭৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। 

তিনি আরও জানান, এই ঘটনায় শিবালয় থানায় পৃথক দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে । 

>>>  পিআইবিতে নারী সাংবাদিকদের ফ্যাক্টচেক প্রশিক্ষণ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :