ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এপ্রিলে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯ দশমিক ২৪%

দৈনিক স্লোগান, অর্থনীতি

গত মাসে দেশে মূল্যস্ফীতির হার মার্চ মাসের তুলনায় সামান্য কমেছে। এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। তার আগের মাসে অর্থাৎ মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। আজ বুধবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাব অনুযায়ী , এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিই ছিল সবথেকে বেশি, ৯ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। মার্চের তুলনায় এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের মতোই রয়েছে। গত মাসে দেশে ঈদুল ফিতর পালিত হয়েছে। তাতে পোশাক–আশাকসহ খাদ্যবহির্ভূত পণ্যের চাহিদা  বেশি ছিল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই মূলত গত মাসে সার্বিক মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় খানিকটা কমেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। এই হার গত মাসে ৯ শতাংশের নিচে নেমে এসেছে।

বিবিএসের হিসাব বলছে, মূল্যস্ফীতির চাপ গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলেই বেশি হয়েছে। গত মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। আর গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৮ দশমিক ৯২ শতাংশ।

এখন পর্যন্ত চলতি ২০২২–২৩ অর্থবছরের দশ মাসের (জুলাই–এপ্রিল) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস। এরই মধ্যে তৃতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মাসে, অর্থাৎ এপ্রিলে। চলতি অর্থবছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত আগস্টে, ৯ দশমিক ৫২ শতাংশ। আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতির পরিমাণ ছিল গত মার্চে, ৯ দশমিক ৩৩ শতাংশ।

>>>  ঋণখেলাপিদের প্রার্থিতা ঠেকাতে নানানপদক্ষেপ গ্রহন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :