ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুস্তাফিজকে বিদায় জানাল দিল্লি ক্যাপিটালস

দৈনিক স্লোগান, খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে আছে। এই সিরিজে অংশ নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকেই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। টুর্নামেন্টের মাঝপথে ‘কাটার মাস্টার’কে বিদায় জানিয়েছে তার দল দিল্লি ক্যাপিটালস।

আজ বুধবার (৩ মে) কোচ রিকি পন্টিংয়ের সাথে মুস্তাফিজের একটি ছবি আপলোড করে থাকে দিল্লি। আয়ারল্যান্ড সফরে মুস্তাফিজের জন্য শুভ কামনাও জানিয়েছে এই ফ্র্যাঞ্জাইজিটি। এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৮ দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে  উইকেটশূন্য ছিলেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। ৯, ১২ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশদলতামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম,ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

>>>  জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না জেমি সিডন্স

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :